Call

otg মানে on the go । যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় । otg ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার করতে পারবেন ।এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই । কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ । তাই পেনড্রইভ এ মুভি রাখেন, usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করে পেনড্রাইভের সবকিছু ফোনেই ব্যবহার করা যাবে। গেমপ্যাড ব্যবহার করে গেম ও খেলতে পারবেন otg দিয়ে।

Talk Doctor Online in Bissoy App