Call

১) নন-পজিশনালঃ যে পদ্ধতিতে কোনো সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভরশীল নয়, তাকে নন-পজিশনাল সখ্যা পদ্ধতি বলে। ২) চিহ্নযুক্ত সংখ্যাঃ চিহ্ন রাখার জন্য সর্ববামের বিটকে চিহ্নবিট এবং চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বলে। ৩) কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে আলাদাভাবে সি-পি-ইউ কে বোঝানোর জন্য বিটের (০,১) ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। ঐ অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। ৪) BCD এর পূর্ণরুপ হলোঃ binary coded decimal

Talk Doctor Online in Bissoy App