আমি এই ওয়েবসাইটে নতুন .. আমি কিভাবে এখানে প্রশ্নের উওর দিতে পারব ? ও কি করতে পারবো ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

আপনার কাজ কি?

উত্তরঃ বিস্ময়ে আপনি দু-টি কাজ করতে পারবেন।

১.আপনার প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবেন এবং

২.অন্যজনের করা প্রশ্নে মানসম্মত উত্তর প্রদান করে

প্রশ্নকারীকে সহযোগীতা করতে পারবেন।

এছাড়াও আপনার একটি সঠিক উত্তরে অনেকেই উপকৃত

হবেন। বিস্ময়ে একটি প্রশ্ন করলে প্রতিটি প্রশ্নের

জন্য আপনার অ্যাকাউন্ট থেকে "এক" পয়েন্ট করে মাইনাস

হবে এবং অন্যজনের করা প্রশ্নে যথোপযুক্ত, মানসম্মত ও

তথ্যবহুল উত্তর প্রদান করলে আপনার উত্তরটি অনুমোদন

দেওয়া হলে পাবেন প্রতিটি উত্তরের জন্য "তিন" পয়েন্ট।

অন্যজনের প্রশ্নে আপনি মানসম্মত উত্তর প্রদান করে

আপনার অ্যাকাউন্টের পয়েন্ট বৃদ্ধি করতে পারবেন,

আপনার পয়েন্ট যতই বৃদ্ধি পাবে বিস্ময়ে ততই আপনি

র‍্যাঙ্কিং এগিয়ে যাবেন।

অন্যজনের প্রশ্নে উত্তর প্রদান করব কিভাবে?

উত্তরঃ অন্যজনের প্রশ্নে উত্তর দেওয়ার নিয়মঃ

আপনি শুধুমাত্র নিশ্চিত যেই প্রশ্নটির উত্তর জানেন/

পারেন শুধুমাত্র সেই প্রশ্নেই উত্তর প্রদান করবেন।

তবে,ক্রমাগত ভূল,অনুপযোগী, মনগড়া,অযৌক্তিক,

অমানসম্মত উত্তর প্রদান করলে আপনার অ্যাকাউন্ট সাময়িক

বা স্থায়ীভাবে অবরুদ্ধ করাও হতে পারে।

সবসময় বিস্ময়ের নীতিমালার নিয়মানুযায়ী কার্যক্রম করার

চেষ্টা অব্যাহত রাখবেন।বিস্ময়ের নীতিমালার বহির্ভাগ কর্মকান্ড

করা থেকে সবসময় নিজেকে অব্যাহতি রাখার চেষ্টা অব্যাহত

রাখবেন।

আপনি যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছেন সে প্রশ্নটিতে ক্লিক করুন। তাহলে প্রশ্নটি ওপেন হবে। প্রশ্নটির নিচে সবুজ রঙে "উত্তর দিন" নামে একটি বাটন পাবেন এই বাটন টি ক্লিক করলেই একটি বক্স খুলবে এখানে আপনার উত্তর লিখবেন। আপনার উত্তরটি লেখা হয়ে গেলে "উত্তর যোগ করুন" নামে বাটন টি ক্লিক করুন।

<<<বিস্ময়ের নবাগত সদস্য হিসাবে  আমাদের নীতিমালা পড়ে

নেওয়ার অনুরোধ রইলো>>> ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ