প্রশ্ন ১.

মনে করেন,স্যামসাং মোবাইলের শোরুমে গেলাম একটি

স্যামসাং মোবাইল কিনবো,এমতাবস্থায় আমার কাছে

অন্যকোন মোবাইল নাই,এখন পছন্দানুযায়ী একটি

মোবাইল সিলেক্ট করলাম,এই মোবাইলটি এখন নকল নাকি

অরিজিনাল চেনার উপায় কি?

র‍্যাম কত,সেট মেমোরি কত ইত্যাদি।

বুঝেন তো এখন বেশিরভাগ নকলকে অরিজিনাল বলে

ধরিয়ে দেয়।

বর্তমানে বেশ কয়েকটি অরিজিনাল স্যামসাং

মোবাইলের কোডগুলোও নকল স্যামসাং মোবাইলেও

কাজ করে।

প্রশ্ন ২. 

পুরাতন একটি স্যামসাং মোবাইল পছন্দ হলো

এখন ঐ মোবাইলটির ব্যাবহারকারী মোবাইলটি

বিক্রি করবেন,আমিও কেনার জন্য রাজি হলাম।

এখন মোবাইলটি নকল না অরিজিনাল চিনবো কি করে।

বর্তমানে অনেক নকল স্যামসাং মোবাইলেও *#0*# এই কোডটি ছাড়াও আরো দু- তিনটা কোড কাজ করে,

অরিজিনাল চিনতে গেলেও চিন্তা করতে হয়।

সহজ কোনো উপায় আছে কি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার স্যামসং মোবাইল ফোনটি আসল নাকি চাইনা মাষ্টার কপি, তা জানতে নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. প্রথমে আপনার মোবাইলের IMEI নাম্বারটি বের করুন, এরজন্য ডায়াল করুন *#০৬#। ২. এবার IMEI নাম্বারটি নিচের ওয়েবসাইটে প্রবেশ করিয়ে চেক করুন। যদি ওয়েবসাইটে আপনার মোবাইলের তথ্য থাকে, তবে মোবাইলটি আসল। http://tech.smartzonebd.com/imei-checker এছাড়াও নিচের পদ্ধতিগুলি দ্বারা আসল/নকল মোবাইল চিনতে পারবেন: ১. পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে। ২. আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না। ৩. নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়। ৪. নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না। ৫. ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না। ৬. আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০*# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না। তথ্যসূত্র: http://www.techtunes.com.bd/samsung-galaxy/tune-id/381556

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

Samsung স্মার্টফোন বর্তমানে জনপ্রিয় একটি ব্র্যান্ড, তবে এই ব্র্যান্ড এর ফোন কিনতে গেলে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারা অনেক ঝামেলার বিষয়। কারণ অরিজিনাল এবং ক্লোন এর মধ্যে নরমাল চোখে আপনি কোন পার্থক্য খুঁজে পাবেন না, এমনকি মোবাইল এর সফটওয়্যার এর মধ্যেও। আজ আমরা দেখবো কিভাবে আসল নকল যাচাই করবেন। প্রথমেই আপনি ডিস্প্লের দিকে খেয়াল করলে নকল samsung স্মার্টফোনে ডিস্প্লের চারদিকে একটি কালো বক্স আকৃতির খালি অংশ দেখবেন, কিন্তু আসল samsung স্মার্টফোনে তেমনটা নেই। এর সম্পূর্ণ অংশ জুড়েই পর্দা রয়েছে। এছাড়া নকল samsung স্মার্টফোনে আপনি ডিসপ্লের বাইরেও সাদা একটি মোটা করে অংশ দেখতে পাবেন যা আসল samsung স্মার্টফোনে অত্যন্ত পাতলা। অরিজিনাল ভার্সন এ হোম বাটনটি স্ক্রিণ এর নিচে খুব কাছাকাছি থাকবে। কিন্তু নকল ভার্সন এ দেখবেন একটু নিচে আছে যা নরমালি বুঝা যাবেনা তবে খেয়াল করলেই পাবেন পার্থক্যটা দেখতে। অরিজিনাল Samsung এর প্রিন্ট করা লোগো টি নখ বা কিছু দিয়ে স্ক্রেচ করলে মলিন বা উঠে যাবেনা, তবে নকল Samsung এর প্রিন্ট করা লোগো টি স্ক্রেচ করলে ঝাপসা হয়ে যাবে। নকল Samsung এ আপনাকে প্যাকেটের সাথে একটি ফ্লিপ কভার ফ্রি দিবে আসল স্মার্টফোনে আপনাকে কোন ফ্লিপ কভার দিবেনা। নকল Samsung এ আপনাকে সেটের সাথে দুটি ব্যটারি দিবে মানে একটা এক্সট্রা! বাড়তি কোন জিনিস আপনি আসল Samsung এর সাথে পাবেন না। অতএব, দুটি ব্যাটারি চার্জার সেটের সাথে দিলেই বুঝবেন ভেজাল আছে। উপরের সব কিছুর পরও যদি বুঝতে না পারেন এটি আসল নাকি নকল তবে আপনি LCD টেস্ট করে নিতে পারেন সহজেই। মোবাইলটি হাতে নিয়ে *#0*# এই কোডটি চাপুন। তাহলে নিচের মতো আসবে যদি এটা নকল হয় তাহলে এটা আসবে না। তবে কিছু কিছু চাইনিজ সেটে এটাও আসে, কিন্তু আপনি সব বাটনে টাচ করে দেখলেই বুঝবেন কিছু কিছু কাজ করছেনা। এর পরেও, যদি Samsung ফোন কিনতে গেলে কোন সন্দেহ থাকে, নিচের কোডগুলো দিয়ে চেক করে নিন আপনার ক্রয়কৃত ফোনটি আসল কি না। *#1234# (View SW Version PDA, CSC, MODEM) *#0*# (General Test Mode) *#12580369# (SW & HW Info) *#197328640# (Service Mode) *#0228# (ADC Reading) *#32489# (Ciphering Info) *#232337# (Bluetooth Address) *#232331# (Bluetooth Test Mode

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

*#0*# ডায়াল করে সেন্সর এ গিয়ে graph ক্লিক করুন কয়েকটি রংগিন লাইন আসবে,,,,,, মোবাইল নারালে যদী সেগুলু আকাবাকা হয় তবে আসল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১. অরজিনাল নাকি ক্লোন যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*# ২. তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন। ৩. এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন। ৪. টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে  তাহলে এটা জেনুইন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ