কিভাবে স্যামসাং এর মাষ্টার কপি সেট গুলি চিনতে পারবো?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আপনার স্যামসং মোবাইল ফোনটি আসল নাকি চাইনা মাষ্টার কপি, তা জানতে নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. প্রথমে আপনার মোবাইলের IMEI নাম্বারটি বের করুন, এরজন্য ডায়াল করুন *#০৬#। ২. এবার IMEI নাম্বারটি নিচের ওয়েবসাইটে প্রবেশ করিয়ে চেক করুন। যদি ওয়েবসাইটে আপনার মোবাইলের তথ্য থাকে, তবে মোবাইলটি আসল। http://tech.smartzonebd.com/imei-checker এছাড়াও নিচের পদ্ধতিগুলি দ্বারা আসল/নকল মোবাইল চিনতে পারবেন: ১. পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে। ২. আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না। ৩. নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়। ৪. নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না। ৫. ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না। ৬. আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০*# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না। তথ্যসূত্র: http://www.techtunes.com.bd/samsung-galaxy/tune-id/381556

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ