বন্টন নামা হচ্ছে এক ধরনের জমির দলিল যাতে জমির গ্রহিতা গণের সবার উপস্থিতিতে ও সম্মতিতে মোট জমি ভাগাভাগি করে প্রাপ্য অংশের বৈধ কাগজ যেখানে প্রত্যেক গ্রহিতা বা ওয়ারিশ এর স্বাক্ষর থাকে। বন্টন নামা দলিল একজন ভাল এডভোকেট এর পরামর্শ নিয়ে মুসলিম ফরায়েজি আইন মোতাবেক অংশ ভাগ করে সেই অংশের বিবরণ সহ দলিল করতে হবে। আর দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। কারন বন্টন নামা দলিল রেজিস্ট্রি না করলে তা দিয়ে কিছুই করতে পারবেন না। তাই আপনারা বাড়িতে বসে দলিল করেন কিংবা কোটে বসে করেন অবশ্যই রেজিস্ট্রি করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ