গাইবী আওয়াজ বলতে ওই আওয়াজকে বোঝায়, যার আওয়াজকারীকে দেখা যায় না। এটা একমাত্র আল্লাহর আওয়াজের ক্ষেত্রে ব্যবহার হয়। পূর্ববর্তী যুগে গায়েব থেকে আল্লাহ তাআলা বিভিন্নজনকে উদ্দেশ্য করে আওয়াজ দেওয়ার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। কিন্তু বর্তমান যুগে এসব হয় না। কেউ কারো মনের কথা বুঝতে পারে না। একমাত্র আল্লাহ তাআলাই মনের কথা জানেন। কেউ যদি কারো ব্যাপারে কিছু বলে ফেলে, আর সেটা বাস্তবের সঙ্গে মিলে যায়, তাহলে সেটা কাকতালীয় ধরা হবে। কিন্তু সেটা দ্বারা 'নিশ্চিত জ্ঞান' অর্জিত হবে না। আর এগুলো থেকে বিরত থাকা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ