আমার পরিচিত এক মহিলার থুতনির নিচে অনেক গুলো দাড়ি আছে এবং কিছু গোফও আছে। যদিও অল্প পরিমানে তারপরও এটা খানিকটা অস্বস্তিতে ফেলে। তাই এটার কারণ ও প্রতিকার জানালে অনেক খুশি হব।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মহিলাদের দাড়ি হওয়ার বিষয়কে চিকিৎসা বিজ্ঞানে

 হির্সুটিজ্ম বলা হয় -এর মুল কারন পুরুষের যে 

এড্রোনাল হরমুন থাকে( testosterone ) মহিলাদের

 বেলায় ডিম্ব নালিতে testosterone হরমুন বেশি হয়ে 

গেলে মহিলাদের মুখে বা অন্যান্য জায়গায় 

পুরুষের মত চুল জন্মাতে থাকে । 

চিকিৎসাঃ- ( এফডিএ কর্তৃক  হির্সুটিজ্মের জন্য

 ঔষধ অনুমোদন এখন ও দেওয়া হয়নি এবং

 অবশ্যই গর্ভবতী হলে এ সব অসুখের চিকিৎসা

 সম্পূর্ণ নিষেধ ) – একজন হরমোন বিশেশজ্ঞ উপদেশ

 দিতে পারেন যে ওষুধ ব্যাবহারে চুলের বৃদ্ধি কমিয়ে দিতে 

পারে।  

তাই সমস্যা প্রকট হলে একজন বিশেষ চিকিৎসকের

পরামর্শ নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ