Share with your friends
  • ইন্টারনেটে কানেক্ট করতে হলে Apn, Proxy, Port, Server ইত্যাদির প্রয়োজন হয়। এগুলো নেটওয়ার্কের কনফিগারেশনে থাকে। 
  • Apn হল একসেস পয়েন্টের নাম। যেমন, গ্রামীণফোনের জন্য gpinternet, বাংলালিংকের জন্য blweb ইত্যাদি।
  • Proxy হল প্রত্যেক দেশে চালু নেটওয়ার্কের মাধ্যম। এটা দিয়ে ইন্টারনেট সার্ভারে এই দেশের লাইন থাকে। তাই যখন কোনো দেশে কোনো ওয়েবসাইট বন্ধ থাকে, তখন ভিন্ন দেশের প্রক্সি দিয়ে ওই সাইটে ঢুকা যায়। এটাকে IP এড্রেস বলা হয়। 
  • Port এটা প্রক্সির সঙ্গেই থাকে। প্রক্সিটা কতটুকু দ্রুত কাজ করবে, তা পোর্টের ওপর নির্ভর করে।
  • আর Server হল নেটওয়ার্কের মূল। আপনি কোন দেশ কিংবা কোন জায়গা থেকে ইন্টারনেট ব্রাউজ করছেন, তা সার্ভারে উল্লেখ থাকে। 
Talk Doctor Online in Bissoy App