image

নভেলন লাইট (novelon light) পিল সম্পর্কে জানতে চাই । এই পিলের এত দাম কেন ? খাওয়ার নিয়মটা কি ? আমি যতটুকু শুনেছি শুধু সহবাস করার আগে খেলেই হয় । যেদিন সহবাস হবে না সেদিন না খেলেও চলবে, ইত্যাদি ইত্যাদি । এই পিলের উপকারিতা অপকারিতা ইত্যাদি, ইত্যাদি ।


Share with your friends
Yakub Ali

Call

আপনার শুনার মাঝে ভুল থাকতে পারে।

আমি DIMS থেকে পাওয়া তথ্য চেক করে

দেখলাম, এটি 4র্থ প্রজন্মোর পিল।


ফেমিকন পিলের মতো।


মাসিক শুরু দ্বিতীয় দিন থেকে

যতদিন পর্যন্ত বাচ্চা নিতে না চান, ততদিন

পর্যন্ত novelon light খাওয়া চালিয়ে যেতে

হবে।


সহবাস করলেও প্রতিদিন 1 টা করে খেতে

হবে, সহবাস না করলেও প্রতিদিন 1 টা

করে খেতে হবে, প্রতিরাতে।

কোন কারনে 1 দিন খেতে ভুলে গেলে

পরের দিন দুইটা একসাথে খেতে হবে।



যতদিন বাচ্ছা নিতে

না চান ততদিন পর্যন্ত একটানা খেতে হবে

কোন সমস্যা হবেনা।


এই জীতায় ঔষধ নিরাপদ পরবর্তীতে যখন

বাচ্ছা নিতে চাইবেন novelon light

খাওয়ানো

বন্ধ করে দিলে বাচ্ছা নিতে গর্ভাশয় উন্মুক্ত

হয়ে যাবে।


সঠিক সময়ে মাসিক হয়ে যাবে, মাসিক

চলাকালীন খয়েরি বড়ি সিরিয়াল অনুযায়ী

খেতে হবে।


পুরোপুরি বিস্তারিত টাকা দিয়ে 1

প্যাকেট novelon light কিনুন, দেখুন

ঔ প্যাকেটের ভিতর ছবি সহ বিস্তারিত

লিখা আছে। অথবা ফার্মাসিস্ট কে জিজ্ঞাসা

করুন।


বিঃদঃ কোন বিরতি দেওয়া যাবেনা, সহবাস

হলেও খেয়ে যেতে হবে, সহবাস না হলেও

চালিয়ে যেতে হবে।


এটির আমার জানা তথ্য।

Talk Doctor Online in Bissoy App