শেয়ার করুন বন্ধুর সাথে

image

আমার মতে আপনি,

হোমিওপ্যাথি চিকিৎসার করেন।কারণ হোমিওপ্যাথি

মাধ্যমে সব রকম টিউমারকে আরোগ্য করা

সম্ভব ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MHprodhan

Call
হাতে লিম্ফোমা টিউমার হলে দেরি নয় এক্ষুনি ডক্টরের সরনাপন্ন হোন। টিঊমার বিনাইন হতে পারে আবার মলিগন্যান্ট হতে পারে। বিনাইন হলে তা ক্যান্সার নয়। তবে মলিগন্যান্ট হলে ক্যান্সার হবার সম্ভাবনা ৯৯ শতাংশ। চিকিৎসক এফ এন এ সি নামে আপনাকে একটি পরীক্ষা করাবেন। যদি রির্পোট এ spindle cell neoplasm আসে বুজতে হবে আপনার টিঊমার টি বিনাইন নয়। এক্ষেএে চিকিৎসক সার্জারির মাধ্যমে টিউমারটি অপসারন করে বায়োপসি নামক একটি পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নিশ্চিত করবেন।পরবর্তীতে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির দারা আপনার চিকিৎসা করবেন একজন ক্যান্সার বিষেসঙ্গ। লিম্ফোমা টিউমার দেখলেই আর দেরি নয়। মনে রাখবেন সুচনায় পরলে ধরা ক।যান্সার যায় সারা।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ