হয়ত সহবাসের সময় ঘর্ষনের ফলে এই সমষ্যাটি হয়েছে। আপনি ডাক্তার দেখান এবং ডাক্তারের দেয়া মেডিসিন নিয়মিত খান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

যৌনি লাল হয়ে যাওয়া, যৌনি প্রদাহের লক্ষন

এটি একটি যৌন বাহিত রোগ৷ স্বামী-স্ত্রী মিলনের ফলে অথবা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অথবা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে স্ত্রীলোকের যোনিপথে প্রদাহ হয়ে থাকে৷

কারণ যোনিপথে দুটি কারণে প্রদাহ হতে পারে

[১] অসংক্রমিত প্রদাহঃ যৌনি পথের স্রাব পরীক্ষা করলে কোনরকম জীবাণু পাওয়া যায় না৷ স্বামী-স্ত্রীর মিলন ছাড়া এ রোগ একদেহ হতে অন্য দেহে সংক্রমিত হয় না৷

এ ধরনের প্রদাহের উৎস হচ্ছে

যৌনি পথের অপরিষ্কার অপরিচ্ছন্নতা

চর্মরোগ

মূত্রতন্ত্রের সংক্রমন

পুষ্টির অভাবে

গর্ভাবস্থায়

অপরিষ্কার এবং আটসাট পায়জামা বা প্যান্ট ব্যবহার করলে

জন্ম নিয়ন্ত্রণে যৌনি পথে কোন জেলি বা কপার টি ব্যবহার করলে

[২] সংক্রমিত প্রদাহঃ যে প্রদাহ এক দেহ হতে অন্য দেহে সংক্রমিত হয় তাকে সংক্রমিত প্রদাহ বলে৷ এ প্রদাহ কে আবার দুভাগে ভাগ করা যায়৷

নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা গনোরিয়া, সিফিলিস ইত্যাদি৷

নির্দিষ্ট ছত্রাক দ্বারা: ট্রাইকোমোনাল, মনিলিয়াল ইত্যাদি৷

লক্ষণ

স্বামী সহবাসে যোনিপথে জ্বালা ও ব্যথা হতে পারে৷

প্রস্রাবে জ্বালা-পোড়া থাকতে পারে৷

জ্বর থাকতে পারে৷

যোনিপথে দুর্গন্ধ যুক্ত পাতলা সাদাস্রাব থাকে৷

যোনিপথে ফোলা ও লাল দেখা যেতে পারে৷

যোনিপথের স্রাব পরীক্ষা করলে নির্দিষ্ট জীবাণু পাওয়া যাবে৷

চিকিৎসা

দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে৷ অন্যথায় পরে নানা জটিলতা দেখা দিতে পারে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ