Yakub Ali

Call

এটি একটি মানসিক রোগ, মনোরোগ 

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ চিকিত্সা

 নিতে হবে ঔষধ ও ‘কগনিটিভ বিহেভিয়ার

থেরাপি’র মাধ্যমেও এই রোগ নিরাময় সম্ভব।

 বিস্তারিত বর্ননাঃ

অসসেসন বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা OCD বা শুচিবায়ু।

এর লক্ষণ হলোঃ সংক্রমণ এবং ধুলা-ময়লা নিয়ে মারাত্মক উদ্বেগ লাগা, খুঁত খুঁত লাগা, একই কাজ বার বার করা, ভুলে যাওয়া, 

একই ধরনের চিন্তা, অনুভূতি বা অবয়ব বারবার মনের মধ্যে আসতে থাকা এবং এসব চিন্তা, অনুভূতি বা অবয়বকে দমন করতে চাওয়ার জন্য একই কাজ বারবার করতে থাকা।

- শরীর নোংরা হওয়ার ভয়, অহেতুক সন্দেহ, কোনো অমূলক শারীরিক সমস্যা নিয়ে চিন্তা, সবকিছুর মধ্যে নিখুঁত সামঞ্জস্য তৈরি করার ভাবনা, বিনা কারণে উত্তেজিত হয়ে যাওয়া, অস্বাভাবিক ও অতিরিক্ত যৌনচিন্তা হওয়া ইত্যাদি। 

এছাড়াও দরজা বন্ধ কিনা তা অনেকবার দেখা। অসংখ্যবার হাত ধোয়া, বেশি সময় গোসলে থাকা, কোনো কিছু বারবার গোনা, একই প্রশ্ন বারবার করা, সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে রাখার উদ্দেশ্যে বার বার করা, কোথাও গিয়ে বাথরুম ব্যবহার না করা, ঘুমের সময় মনে হয় গ্যাসের চুলা নেভানো হয়েছে কিনা, দরজাটা বন্ধ করা হয়েছে কিনা এ সবই এই রোগের লক্ষণগুলোর অন্তর্ভুক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ