না ভাই কোনো হুকুম নাই।তারাবীর নামাজ হলো সুন্নাতে মুয়াক্কাদাহর অন্তর্গত। কেউ যদি কোন কারণে এই ছালাত ছেড়ে দেয়, তাতে তার ছিয়ামের কোন ক্ষতি হবেনা ইনশাআল্লাহ। তবে এই মহিমান্বিত মাসে এধরনের ফযিলত পূর্ণ ইবাদাত ছেড়ে দেওয়া মোটেও উচিৎ না। যেমন রাসূল (সাঃ) বলেন, ﻣَﻦْ ﻗَﺎﻡَ ﺭَﻣَﻀَﺎﻥَ ﺇِﻳﻤَﺎﻧًﺎ ﻭَﺍﺣْﺘِﺴَﺎﺑًﺎ ﻏُﻔِﺮَ ﻟَﻪُ ﻣَﺎ ﺗَﻘَﺪَّﻡَ ﻣِﻦْﺫَﻧْﺒِﻪِ অর্থাৎ ‘যে ব্যক্তি রামাযানের রাত্রিতে ঈমানের সাথে ও ছওয়াবের আশায় রাত্রির ছালাত আদায় করে, তার বিগত সকল গোনাহ মাফ করা হয়’। [মুসলিম, মিশকাত হা/১২৯৬ ‘রামাযান মাসে রাত্রি জাগরণ’ অনুচ্ছেদ-৩৭]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ