AkbarMunna

Call

যে সকল নামাজ মহানবী (সাঃ) নিজে পড়েছেন এবং অন্যদেরকেও পড়ার জন্য বলেছেন(আদেশও হতে পারে), তাই সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ। এগুলো হল, ফযরের দুই রাকাত সুন্নত, যোহরের ফরযের পূর্বে ও পরের সুন্নত, মাগরিবের সুন্নত, এশারের সুন্নত। উল্লেখ্য যে, সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ ওয়াজিব সমতুল্য। তাই যে সকল ওয়াক্তে সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ আছে সেগুলোর ক্বাযা পড়তে হলে সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজও ক্বাযার নিয়তে পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ