Unknown

Call

সম্পূর্ণ রক্তদাতা (১৮+) সাধারণত রক্তদানের ১২ সপ্তাহ (কমপক্ষে ৮ সপ্তাহ) পর পুনরায় রক্তদান করতে পারেন। শুধু প্লাজমা/প্লেটলেট ডোনেট করলে ২/৩ সপ্তাহ পরই পুনরায় রক্তদান করা যায়, এটুকু হলো সীমাবদ্ধতা। আর এ পক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ সবল অর্থাৎ রক্তদানের উপযুক্ত থাকেন। নির্দিষ্ট কোনো কাউন্ট নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ