AC বলতে Alternating current কে বুঝায়। অর্থাৎ, যে কারেন্ট চলার পথে দিক পরিবর্তন করে। আর, DC বলতে Direct current কে বুঝায়। যেটা একমুখী কারেন্ট। আমারা বাসা বাড়িতে যে কারেন্ট ব্যাবহার করি এটি হচ্ছে AC current. আর ব্যাটারি থেকে আমরা DC Current পেয়ে থাকি। AC current যেখানে উতপাদন করা হয়,স্ল সেখান থেকে অন্যত্র স্থানান্তর করা যায়। কিন্তু DC current সেটা সম্ভব নয়। সম্ভব হলেও সেটা অনেক ব্যায়বহুল। তাই DC Current যেখানে উতপাদন হয় সেখানেইই ব্যাবহার করা হয়। যেমন: ঘড়ি।

Talk Doctor Online in Bissoy App