আমি Samsung Galaxy Grand Prime ব্যবহার করি। তিনমাস হলো কিনেছি। একটা সিম বাংলালিংক (3G) চালাই এবং আরেকটা এয়ারটেল (2G) চালাই। কয়েকদিন যাবত একটি সমস্যা হচ্ছে। মাঝেমাঝে বাংলালিংক দিয়ে নেট ব্যবহার করার সময় হঠাৎ নেট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর নেটওয়ার্ক সিগন্যাল চলে যায়। এক মিনিট যাবত দুইটা সিমে নেট কানেকশন এবং নেটওয়ার্ক সিগন্যাল অফ থাকে। এই সমস্যার সমাধান কি?
Share with your friends
Call

এরকম হওয়াটা স্বাভাবিক যখনি আপনি নেট ব্যাবহার করেন তখন সাধারন অবস্থার চেয়ে অনেক বেশি নেটওয়ার্কের প্রয়োজন হয়ে পড়ে।আর তখন মোবাইল এই বার্তিনেটওয়ার্কের যোগান দিতে ব্যার্থ হয় আর ঠিক তখনি কিছু সময়ের জন্য সিম অফ হয়ে যায়।এটা সমাধানের কোনো উপায় নেই।

Talk Doctor Online in Bissoy App

হ্যাঁ এরকম হয় যখন থ্রিজি আর টুজি আপডাউন করে। এ খেত্রে আপনি টু জি ইউজ করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App