Call

উল্লিখিত যিকির উদ্ভাবনকারী লোকেরা হযরত আলী রা. এর তথাকথিত অতিভক্ত ও সহযোগী হওয়ার দাবীদার শী‘আ সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। তবে মুহাররম মাসে উপমহাদেশের কিছু বিদ‘আতী লোকও না বুঝে বা অতিরঞ্জিত করে এ ধরনের যিকির করে থাকে। এ ধরনের যিকির করা সম্পূর্ণ নাজায়িয ও হারাম। আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কারো যিকির করা বা অন্য কারো কাছে রিযিক, সন্তান কামনা ও রোগ থেকে আরোগ্য লাভ ইত্যাকার প্রয়োজনাদি পূরণের দরখাস্ত করা নাজায়িয ও র্শিক। সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের কাছে। সাহায্য করার মালিক একমাত্র তিনিই। তাই কোনো অবস্থাতেই মুসলমানরা এমনটি করবে না।- হুজ্জাতুল্লাহিল বালিগাহ: ১/৬২, কানযুল উম্মাল: ১/৩৫৯, ফাতাওয়া রাহীমিয়া ১/১০৬। সূত্রঃ মাসিক আল জান্নাত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ