শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলাম বলে দুধ খাওয়ালে মায়ের অজু ভাঙবে না। কারণ এটি অজু ভঙ্গের কোন কারণের অন্তর্ভুক্ত নয়। ইসলামি ফেকাহ অজু ভাঙার কারণ উল্লেখ্য করা হয়েছে, পেশাব-পায়খানা করলে, বায়ু নির্গত হলে, শরীরের থেকে রক্ত বা পুঁজ জাতিয় নাপাক কিছু বের হয়ে গড়িয়ে পড়লে,ঘুমিয়ে গেলে, মুখ ভরে বমি করলে, নামাজে শব্দ করে হাসলে, পাগল, মাতাল ও বেহুশ হলে অজু ভেঙে যাবে। ইত্যাদির অজু ভাঙার কারণে তো, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে অজু ভাঙার কথা বলা হয়নি। তাহলে অজু ভাঙবে কেন? একটা সুযোগ নিতে পারে দুধ খাওয়ালে মায়ের অজু ভেঙে যাওয়ার প্রবক্তারা। সেটা হলো, শরীর থেকে রক্ত পুঁজ বা এ জাতিয় কিছু বের হলে অজু ভেঙে যাবে। দুধ তো রক্ত ও পুঁজের মতোই। সুতরাং দুধ খাওয়ালেও অজু যাবে। এখানে মনে রাখার মতো বিষয় হলো, ফেকাহ কিতাব সমুহে বলা হয়েছে, শরীরের থেকে রক্ত বা পুঁজ জাতিয় নাপাক কিছু বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যাবে। মায়ের বুকের দুধ কি রক্ত বা পুঁজের মতো নাপাক? কখনই না। দুধ পবিত্র। শিশুর জন্য আল্লাহর নেয়ামত। সুতরাং ফেকাহবিদদের চূড়ান্ত অভিমত হলো, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে অজু ভাঙবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ