Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। বাচ্চাকে দুধ না দেওয়াই ভালো । কেনো না এই পিলে প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যা শরীরে অনেক হারেই প্রভাব ফেলে। সেক্ষেত্রে শিশুর দুধ পান না করাই ভালো হবে। ১/২ সপ্তাহ অপেক্ষা করুন,এর পর যদি বুঝেন যে পিলের সাইট ইফেক্ট আপনার মাঝে হচ্ছে না তার পর বাচ্চাকে দুধ পান করাবেন । যেহেতু বাচ্চার বয়স ১+ বছর সেক্ষেত্রে গরুর দুধ খাওয়ান। বা বাহিরের খাবার খাওয়ান,যেমন সকালে সুজি,হালুয়া,দুপুরে মাছ ,কলিজা, এসব খাওয়ানোর চেষ্টা করবেন।

আপনার বাচ্চা স্তন পান করা কালিন এই পিল সেবন করা উচিৎ হয় নি আপনার । আর অবশ্যই পরবর্তীতে মিলনে প্রেগন্যান্সি এড়াতে অবশ্যই স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল বা কনডম ব্যবহার করবেন। আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MK Konok

Call

বাচ্চা তো বাহিরের খাবার খায় না?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ