একটু জানাবেন প্লিজ......
শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যঃ মহান আল্লাহ্ বলেন- "তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেনঃ আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জানো না। (সুরা বাকারাঃ ৩০) মহান মানুষ সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। এবং মানুষ একটি স্বাধীন সত্ত্বা। ফিরিশতারাও আল্লাহ্র সৃষ্টি, কিন্তু ফিরিশতারা আল্লাহ্র খলিফা নন। মানুষ-ই হচ্ছে আল্লাহ্র খলিফা। সৃষ্টির সূচনা সম্পর্কে আল্লাহই সর্বাধিক অবগত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলা ছিলেন। তাঁর পূর্বে কিছুই ছিল না। পানির ওপরে তার আরশ ছিল। অতঃপর তিনি আসমান ও যমীন সৃষ্টি করেন। প্রতিটি বস্ত্তই লাওহে মাহফূযে লিপিবদ্ধ ছিল (বুখারী, মিশকাত হা/৫৬৯৮) । নূর দ্বারা ফেরেশতাদেরকে, অগ্নিশিখা দ্বারা জিনদেরকে এবং মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে এক মাত্র মহান আল্লাহ তায়ালার ইবাদত করার জন্য (মুসলিম, মিশকাত হা/৫৭০১) ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ