অনেক হিন্দুকে দেখেছি তারা তুলসির মালা পরে, কিন্তু কেন এর শানেনুযুল/উপকার কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

হিন্দুদের কাছে তুলসি গাছ হলে পবিত্রতার প্রতিক,এমন কি তারা মনে করে তুলসির মালা যদি সাথে থাকে তবে রোগ বালাই কম হবে এবং তারা পবিত্র থাকবে৤গলায় তুলসির মালা ধারণ করাটা চৈতন্য যুগ থেকে শুরু হয়,হিন্দুদের মধ্যে যারা বৈষ্নবের অনুসারী তারাই মূলত এই মালা লাগায়৤এটি ধর্মীয় সংস্কৃতির অংশ হিসাবে তারা ধারন করে৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হিন্দু শাস্ত্র মতে তুলসির মালা পড়লে অনেক উপকার পাওয়া যায়। যেমন- ১। যেকোনো দূর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। ২। বর্জ্রপাতে মৃত্যু হবে না। ৩। মৃত্যু হলেও যমদূত না এসে কৃষ্ঞ দূত আসবে ইত্যাদি। তাই হিন্দুরা তুলসির মালা পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ