Call

GPRS=General Packet Radio Service . এটি একটি প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারনত ২জি সেলুলার মোবাইল কম্যুনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। কাজ: ----- ১। জিপিআরএস এর মাধ্যমে মোবাইল ফোন দিয়েই নেট সার্ফিং, ই-মেইল গ্রহন ও প্রেরন করা যায়। ২। দ্রুতগতিতে টেক্সট ডকুমেন্ট,স্প্রডশিট, ফটোগ্রাফ ও ইলাস্ট্রশন, স্থির ও চলমান ইমেজ , অডিও , করপোরেট ই-মেইল প্রভৃতি ট্রান্সমিশন করা যায়। ৩। মোবাইল চ্যাটিং করা যায়, গেম খেলা যায়। ৪। সার্বক্ষনিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকা যায় ।। যে কোন মোবাইল ডিভাইসে নেটওয়ার্ক সংযোগ রক্ষা করাই মুলত জিপিআরএস এর কাজ।

Talk Doctor Online in Bissoy App