ফেসবুকের প্রোফাইল ভেরিফাই করলে নীল কালার এর মত একটি টিক চিহ্ন আসে । আর এই প্রোফাইল ভেরিফাই করলে কি সুবিধা পাওয়া যায় ?
শেয়ার করুন বন্ধুর সাথে

ফেসবুক কোন সাধারন লোকের আইডি ভেরিফাই করেনা । আইডির পাশে ছোট্ট করে যে একটা নীল কালারের টিক চিহ্ন থাকে সেটা আইডির ভেরিফাইড চিহ্ন। সাধারনত কর্তৃপক্ষ কোন বিশেষ ব্যাক্তির(নায়ক, মডেল, খেলোয়াড়, গুরুত্বপূর্ন কোন ব্যক্তি) আইডি ভেরিফাই করে থাকে । এতে করে তাদের নামে যে সকল ভুয়া একাউন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ফলে ঐ ব্যাক্তির আইডি সকলে সহজেই খুজে পাবে এবং তার দেওয়া পোষ্টগুলো বিশ্বাস করতে পারবে। আর ভেরিফাই করা আইডিগুলোর উপর ফেসবুকের সবর্দা নজর থাকে বিধায়, আইডিগুলো নষ্ট বা হ্যাক হওয়ার সম্ভবনা থাকেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ