শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মূল পয়েন্টগুলো উল্লেখ করছি আপনি গুছিয়ে বলবেন: মানুষের মৌলিক চাহিদা ৫টি, খাদ্য,শিক্ষা,চিকিৎসা, বাসস্থান,বস্ত্র। ১.আসুন খাদ্যতে সারা দেশের উৎপাদিত ভালো খাবারগুলো কিন্তু শহরাঞ্চলে সরবরাহ করা হয়। ২.শিক্ষা:দেশের সেরা স্কুল কলেজগুলো শহরেই অবস্থিত, আর ভালো শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হয় এখানে,ফলে দিন দিন শহরে বাড়ছে শিক্ষার মান। ৩.চিকিৎসা :যখনি আপনি গুরুতর অসুস্থ তো প্রথমে কি বলেন ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে,ভালো ডাক্তার দেখাতে হবে,কোথায় যাবেন? এই শহর এ যে আপনার ঠিকানা। ৪.বস্ত্র: না বাড়ালেই নয়,গ্রাম থেকে হাজার হাজের মানুষ আসছে শহরে, কেন? দেশের সেরা পোশাক শিল্পগুলো যে এখানেই অবস্থিত। আর তার সুবিধা আগে ভোগ করছে শহরের মানুষ। ৫.বাসস্থান :একটি দেশের প্রানকেন্দ্র তার মূল শহরগুলো, যাতে থাকে পর‍্যটন শিল্প,আর তাই এখানকার বাসস্থান হয়,অধিক উন্নত। অর্থনৈতিক, সামাজিক,রাজনৈতিক সব দিকেই শহর এগিয়ে থেকেও কেনো আজ বিরোধিতা করবেন? আশা করি একমত হবেন আমার সাথে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ