শেয়ার করুন বন্ধুর সাথে

আর্থিং এর প্রয়োজনীয়তা হলো: ১। ত্রুটির সময় কারেন্টকে মাটিতে যেতে দেয়া,যাতে রক্ষন যন্ত্র ত্রুটিপূর্ন সার্কিটকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করতে পারে । ২।সিস্টেমের যে কোন অংশে বিভব যেন মাটির তুলনায় একটি নির্দ্দিষ্টমানে থাকে, তার ব্যবস্থা করা । ৩। ত্রুটির সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির তুলনায় বিপজ্জনক অবস্থায় পৌঁছতে না পারে, তা নিশ্চিত করা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ