Share with your friends
অনেক পার্থক্য আছে, কয়েকটি যেমন - HTML এ তার নিয়মগুলি অনুসরন না করে কোড লিখলেও কাজ হবে এবং ভুল হবেনা আর XHTML এ নিয়ম কঠোরভাবে অনুসরন করা হয়। যেমন যেকোন ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হবে। - HTML এর ট্যাগ এবং এট্রিবিউট case-insensitive যেমন এটা ঠিক আছে আবার এটাও ঠিক অপরদিকে XHTML এ এগুলি ছোট হাতের অক্ষরে দিতে হবে। - checked, disabled এসব এট্রিবিউট এরুপ ফাকা রাখলেও হবে, কাজ করবে আর XHTML এ checked="checked" এভাবে দিতে হবে। HTML এ এট্রিবিউট কোটেশনের ভিতর রাখার প্রয়োজন নেই যেখানে XHTML এ কোটেশনের ভিতর রাখতে হবে (সিঙ্গেল বা ডাবল)। আরও অনেক তফাৎ আছে তবে এগুলি গুরত্বপূর্ন।
Talk Doctor Online in Bissoy App