শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাপের কামড়ে কি প্রতিক্রিয়া হবে তা স্থির ভাবে বলা শক্ত। তবে মোটামুটি ভাবে সাপ কামড়ালে নিচের লক্ষণগুলি প্রকাশ পেতে পারে : • ক্ষতস্থান থেকে রক্ত পড়া • চামড়াতে সাপের দাঁতের দাগ এবং সেই জায়গাটা ফুলে যাওয়া • দংশনের জায়গাতে তীব্র যন্ত্রণা • পেট খারাপ হওয়া • জ্বালা ভাব • সংজ্ঞাহীন হয়ে যাওয়া • মাথা ঘোরা • চোখে ঝাপসা দেখা • অত্যাধিক ঘাম হওয়া • গলা শুকিয়ে যাওয়া • জ্বর • বমি ভাব বা বমি হওয়া • অসাড়তা বা ঝিঁ-ঝিঁ ধরা • নাড়ীর গতি বেড়ে যাওয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ