Share with your friends

স্মার্টফোনের ডিসপ্লের সর্বাধুনিক সংস্করণ 'রেটিনা ডিসপ্লে'। অ্যাপলের আইফোন, আইপ্যাড, আইপড, ম্যাকবুক এয়ারে ব্যবহার করা হয়েছে এই পর্দা। সুবিধা : এই পর্দার পিক্সেল এত সূক্ষ্ম যে খালি চোখে তা চিহ্নিত করা যায় না। তাই একে 'রেটিনা ডিসপ্লে' বলা হয়। অসুবিধা : অতিরিক্ত উজ্জ্বলতা এবং রঙের তারতম্যের জন্য রেটিনা ডিসপ্লে হলুদ দেখা যায়। বেশি ঘনত্বের জন্য অধিকসংখ্যক এলইডি ব্যবহার করায় ফোনের চার্জ শেষ হয় যায় দ্রুত। ডিভাইসের বেশি মেমোরি স্পেস দখলে রাখে এই ডিসপ্লে।

Talk Doctor Online in Bissoy App