Share with your friends

'ইন-প্লেন সুইচিং'য়ের সংক্ষিপ্ত রূপ 'আইপিএস'। টিএফটির তুলনায় এটি উন্নতমানের ডিসপ্লে প্রযুক্তি। সর্বোচ্চ রেজুলেশনের (৬৪০ বাই ৯৬০ পিক্সেল) আইপিএস ডিসপ্লেকেই বলা হয় 'রেটিনা ডিসপ্লে'। আইফোন ৪-এ এ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সুবিধা : ছবি ও ভিডিও দেখতে খুব বেশি চার্জের প্রয়োজন হয় না। তাই ব্যাটারির খরচও কম হয়। এতে যেকোনো কোণ থেকে মোটামুটি পরিষ্কার ছবি দেখা যায়। অসুবিধা : সাধারণ এলসিডি থেকে অপেক্ষাকৃত বেশি দামের বলে এই ডিসপ্লের স্মার্টফোনের দামও একটু বেশি হয়।

Talk Doctor Online in Bissoy App

Call

IPS LCD Display: IPS এর পুর্নরুপ হলো In-Plane Switching. এটি TFT LCD Display থেকে উন্নত। এই স্ক্রীনের ডিসপ্লে কোয়ালিটি ভালো এবং ব্যাটারী কম খরচ হয়। এটি সাধারন LCD থেকে বেশী দামের বলে বেশী দামের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App