Share with your friends

'অর্গানিক লাইট ইমিটিং ডায়ড মনিটর'-এর সংক্ষিপ্ত রূপ ওএলইডি। এতে ব্যবহার করা হয় কার্বনভিত্তিক কিছু উপাদান। ইদানীং ওএলইডি ব্যবহার করে টেলিভিশনের স্ক্রিন, কম্পিউটারের মনিটর, স্মার্টফোন ও গেইমিং কনসোল তৈরি করা হচ্ছে। সুবিধা : অন্ধকার রুমে এলসিডির চেয়ে এটিতে অনেক বেশি কন্ট্রাস্ট রেশিও পাওয়া যায়। প্লাস্টিক ও অর্গানিক বা জৈব স্তরের ওএলইডি পর্দাটি অনেক চিকন, হালকা ও নমনীয়। দ্রুত সাড়া দেওয়া ওএলইডি পর্দা এলইডির তুলনায় অনেক উজ্জ্বল। এ পর্দায় ১৭০ ডিগ্রি কৌণিকভাবে দেখা যাবে কোনো রকম বাধা ছাড়াই। অসুবিধা : লাল ও সবুজ অর্গানিকের ওএলইডি পর্দার লাইফটাইমের তুলনায় নীল রঙের অর্গানিকের লাইফটাইম প্রায় অর্ধেক। এর উৎপাদন খরচ অনেক বেশি এবং এর বড় শত্রু পানি।

Talk Doctor Online in Bissoy App