শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১) সার্জারিঃ এটি প্রোস্টেট ক্যান্সারের জন্য সবচেয়ে প্রচলিত চিকিৎসা। এর মাধ্যমে প্রোস্টেট এর আক্রান্ত জায়গা অপসারণ করে ফেলা হয়। ২) রেডিও থেরাপিঃ তিন ধরনের রেডিও থেরাপি আছে ক) এক্সটারনাল রেডিয়েশন খ) অভ্যন্তরীণ রেডিয়েশন গ) সাধারণ রেডিয়েশন ৩) কেমোথেরাপিঃ এটি প্রোস্টেট ক্যান্সার এর জন্য সাধারণ একটি চিকিৎসা। ৪) সূক্ষ্ম আক্রমণকারী থেরাপিঃ যাদের কান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে অর্থাৎ ক্যান্সার কোষ আশেপাশে খুব একটা ছড়ায়নি সেক্ষেত্রে সার্জারি করা হয়। প্রয়োজন হলে কিছু কিছু ক্ষেত্রে সার্জারির পর রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেয়া হয়। পরিণত পর্যায়ের ক্যান্সার রোগীদের সার্জারি করার সুযোগ খুব কম থাকে এক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত হল বিভিন্ন সূক্ষ্ম আক্রমণকারী থেরাপি যেমন আয়োডিন পার্টিকেল ইমপ্লানটেশন, ইন্টারভেনশনাল থেরাপি এবং ক্রাইওথেরাপি। এধরনের রোগীদের জন্য এগুলো হল বহুল ব্যবহৃত থেরাপি কারণ এতে কাটা-ছেঁড়ার প্রয়োজন হয় না এবং রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উন্নত জীবন যাপন করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ