শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রক্তে কোলেষ্টরলের মাত্রা বেড়ে গেলে অথবা রক্তচাপ থাকলে অথবা অন্য কারনে হৃদপিন্ড রক্ত চলাচলে বাধাঁগ্রস্থ হলে তাকে হার্ট এ্যাটাক বলে। হৃদপিন্ড শরীরের বিভিন্ন অঙ্গে রক্তকে পাম্প করে সঞ্চালন করে। যে শিরা বা ধমনীগ্রুলো হৃদপিন্ডের রক্ত সরবরাহ করে তাদের বলে করোনারী আর্টারী এরা হৃদপিন্ডের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। যদি কোন কারনে করোনারী ধমনী বন্ধ হয়ে যায় তবে হৃদপিন্ডের কোন কোন মাংসপেশী মরে যায়। এতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পাওে বা মস্তিষ্কেও থমনী ছিঁড়ে রক্ত ক্ষরণ ঘটতে পারে। একেই ষ্ট্রোক বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ