Share with your friends

এটা হৃদপিন্ডের এমন একটা অবস্থা যখন সে আর শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে পারেনা। যেহেতু এটা হওয়ার পেছনে বহু কারন আছে, হার্ট ফেইলুরকে তাই বিভিন্ন ভাবে শ্রেনী বিন্যাস করা যায়। সাধারণত কোনো কারনে যদি শরীরে পানির পরিমান বেড়ে যায় অথবা হার্ট এর উপর প্রেসার বেড়ে যায় অথবা হার্ট এর মাংস পেশী কোনো কারনে ঠিকমতো কাজ না করে তাহলেই হার্ট পাম্প করতে ব্যর্থ হয় বা ফেইলুর হয়।

Talk Doctor Online in Bissoy App