শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একটি বায়ুশূন্য কাঁচের গোলকে সরূ টাংস্টেন তারের ফিলামেন্ট ঢুকিয়ে বিজলী বাতি তৈরি করা হয়। আজকাল অবশ্য গোলাকার কাঁচের ভিতর কিন' নিস্ক্রিয় গ্যাস যেমন-নিয়ন, আর্গন ইত্যাদি ঢুকিয়ে দেয়া হয়। ফিলামেন্ট সরু এবঙ দীর্ঘ হলে এর রোধ খুব বেশি। তড়িৎ প্রবাহিত হলে ফিলামেন্ট খুব উত্তপ্ত হযে পড়ে ও লাল হয়, ফলে উজ্জল আলো দেয়। এভাবে সাধারণ বিদ্যুৎ বাল্বে আলো উৎপন্ন হয়। বায়ু ও তড়িৎ গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালানোকে তড়িৎ মোক্ষণ বলে। এতে কোন নল বা টিউবের ব্যবহার হয় তাকে তড়িৎ মোক্ষণ নল বলে। এই নলের একপ্রান্ত ঋণাত্মক তড়িৎ দ্বারা ক্যাথোড এবং ঋণাত্মক তড়িৎ দ্বারা অ্যানোড থাকে। বায়ুর চাপ কমাইয়া প্রায় ৫এমএম পরদ স্তম্ভের সমান করে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ মোক্ষণ অনেকটা বিন্যস্ত হয় এবং তড়িৎদ্বয়ের মধ্যকার জায়গা তরঙ্গায়িত উজ্জল আলোকে আলোকিত হয়। একে ঋণাত্মক স্তম্ভ বলে। ঋণাত্মক স্তম্ভের রং নলের অভ্যন্তরস্থ গ্যাসের উপর নির্ভর করে। যেমন- বায়ুর ক্ষেত্রে গোলাপী, নিয়নের ক্ষেত্রে গাঢ় লাল, কার্বন-ড্রাই অক্সাইডের ক্ষেত্রে নীলাভ সাদা ইত্যাদি, এভাবেই টিউব লাইটের আলোর উৎপত্তি ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ