Tempered glass কেমিক্যাল প্রসেস কিংবা টেম্পারেচার ট্রিটমেন্ট (thermal) দিয়ে করা যায়। টেম্পারিং করার ফলে কাচের পৃষ্ঠের উপরের অংশ কম্প্রেসন এবং ভিতরের পৃষ্ঠ টেনসন স্ট্রেসে থাকে। এই ধরনের স্ট্রেস হবার কারণে এর উপরিভাগ অনেক শক্ত হয়। যার ফলে আঘাতে এটি সাধারণ কাচের মত গুড়া গুড়া হয় না। এর পরিবর্তে দানার মত বড় বড় টুকরা হয়। থার্মাল ট্রিটমেন্ট এ রোলারের উপর দিয়ে গ্লাস একটা ফার্নেস বা চুল্লির মধ্য দিয়ে পাস করানো হয়। চুল্লির তাপমাত্রা অনেক থাকে যার ফলে কাচের উপাদানের ঘনত্বের মধ্যে পরিবর্তন ঘটে। কেমিক্যাল ট্রিটমেন্টে কেমিক্যাল ইউজ করে কাচের পৃষ্ঠ শক্ত করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ