শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোষের নিউক্লিয়াসে এক প্রকার লমাবা সুতার মত বস্তু থাকে তাকে বলে ক্রোমজম। এটি কোষের স্থায়ী অঙ্গ। একটি বিশেষ কোষ হতে অন্য একটি কোষ সৃস্টি হবার সময় ক্রোমজম দেখা যায়। অসংখ্য অতি সূক্ষ্ম জিন বা বংশানু দ্বারা ক্রোমজম গঠিত। জিনের মাধ্যমে বাবা-মা থেকে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য সন্তানের মশ্যে পরিবাহিত হয়। মানুষের ক্রোমজমে থাকে অসংখ্য জিন। এরা নানা ভাবে বিন্যস্ত থাকে। এ জন্যই জমজ ছাড়া কখনো কোন মানুষের চেহারা ও প্রকৃতি এক রকম হয় না। জিন এর রাসায়নিক গঠনকে বলে ডিএনএ। প্রতিটি জিনে ডিএনএ অণুর বিন্যাস ভিন্নতর। ফলে জীব দেহে এক একটি জিন এক এক ধরনের আমিষ তৈরির মাধ্যমে ভিন্ন কাজের দায়িত্ব পালন করে। ক্রোমজোমের রাসায়নিক গঠন ডিএনএ ও আরএনএ এবং হিষ্টোন ও ক্রোমোজোমিন নামক দুই ধরনের প্রোটিন থাকে। ক্রোমজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ক্রোমজমের সংখ্যা ও গঠনের পরিবর্তনে জীবদেহে পরিবৃত্তির উদ্ভব হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ