ইলেক্ট্রিক্যাল আর ইলেক্ট্রনিক্স এর মধ্যে পার্থক্য কি?? কি বিষয়ে এগুলোর কাজ,আর দেশে চাহিদা কোনটার বেশি...??
শেয়ার করুন বন্ধুর সাথে

ইলেকট্রিক্যাল মানে বৈদ্যুতিক আর ইলেকট্রনিক্স হলো বিদ্যুৎ চালিত বা বিদ্যুৎ সংক্রান্ত। ইলেকট্রিক্যাল কাজ করে পরিবাহী বা কন্ডাক্টর নিয়ে আর ইলেকট্রনিক্স কাজ করে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর নিয়ে। ইলেকট্রিক্যাল এর অংশে কারেন্ট প্রবাহের উৎস, ইলেকট্রিক্যাল সার্কিট ও এসি (অল্টারনেটিভ কারেন্ট) নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আর ইলেকট্রনিক্স অংশে ডিসি (ডিরেক্টিভ কারেন্ট) নিয়ে কাজ করা হয়। যেমন ইলেকট্রনিক টিউব, ভ্যাকুয়াম টিউব, ডায়োড ইত্যাদি। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স সার্কিটের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের কোন স্বিদ্ধান্ত নেওয়া (প্রক্রিয়াকরণ) ক্ষমতা নেই আর ইলেকট্রনিক সার্কিটের স্বিদ্ধান্ত নেওয়া (প্রক্রিয়াকরণ) বা কন্ট্রোল ক্ষমতা আছে। যদিও ইলেক্ট্রিক্যাল বেসিক একটা বিষয় ইলেক্ট্রিক্যালের চাহিদা অবশ্যই আছে তবে ইলেক্ট্রিক্যালের তুলনায় ইলেক্ট্রনিক্সের চাহিদা দেশে অনেক বেশি। বিভিন্ন যন্ত্রপাতি তৈরি ও মেইনট্যানেন্স কাজে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ