শেয়ার করুন বন্ধুর সাথে

পরিমাণ ও পরিমাপের মধ্যে পার্থ্যক:

পরিমাণ হলো পরিমাপ করে যা পাওয়া যায় এবং পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে পরিমাপ বলে । পরিমাপ করতে যন্ত্রের প্রয়োজন অন্যদিকে পরিমাণ প্রকাশ করতে একক প্রয়োজন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call

পরিমাণ হচ্ছে কোনো কিছু কতটুকু আছে। যেমন ১ কেজি চাল। এখানে চালের পরিমাণ ১ কেজি। বর্গের ক্ষেত্রফল ২৫ বর্গ সেমি , এখানে ক্ষেত্রফলের পরিমাণ ২৫ বর্গ সেমি। আর পরিমাণ বের করাকে পরিমাপ বলা হয়। যেমন কিছু চাল আছে। এর পরিমাণ জানা নেই। পাল্লায় মেপে দেখা গেলো ১ কেজি। এই পরিমাণ মেপে বের করাকেই পরিমাপ বলা হয়। অর্থাত পরিমাণ বের করা বা মাপাকেই পরিমাপ বলা হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ