Share with your friends
Call
০১। DDR র‍্যাম মানে হচ্ছে Double Data Rate Random Access Memory । ১০০ মেগাহার্টজের একটি DDR র‍্যাম যদি প্রতি সাইকেলে ২টি ডাটা ট্রান্সফার করে তাহলে DDR2 র‍্যাম করবে ৪টি আর DDR3 করবে ৮টি ! ধরা যাক, ১০০ মেগাহার্টজের একটি র‍্যাম DDR হলে তার মেমরি ব্যান্ডউইথ হবে ১৬০০মেগাবাইট/সেকেন্ড, DDR2 হলে তার হবে ৩২০০মেগাবাইট/সেকেন্ড আর DDR3 হবে ৬৪,০০০ মেগাবাইট/সেকেন্ড !
০২। সাধারন ব্যবহারে এই পার্থক্য বোঝা যায় না কারন ৯৯% কম্পিউটার প্রোগ্রামের জন্য এত বিপুল পরিমান মেমরি ব্যান্ডউইথ দরকারই হয় না । ভারি প্রোগ্রাম ও ভিডিও গেমস চালানোর সময় পার্থক্যটা বোঝা যায় ।
০৩। র‍্যামের ক্লক স্পিড যদি বেশি হয় তাহলে সেটি পারফর্ম করবে ভালো । DDR3 র‍্যাম তাই DDR2 র‍্যামের চেয়ে ভাল এক্সপেরিয়েন্স দেয় ।
০৪। DDR3 র‍্যাম অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট !
০৫। DDR2 থেকে DDR3 র‍্যামে অনেক কম Latency কাজ করে, এতে করে DDR3 তুলনামূলক তাড়াতাড়ি রেসপন্স করে ।
Talk Doctor Online in Bissoy App