Share with your friends

ডাটার আভিধানিক অর্থ হল উপাত্ত। সাধারণ অর্থে ডাটা বলতে কোন কিছুর মান (Value) অথবা দলীয় মানকে বুঝায়।

Talk Doctor Online in Bissoy App
RSadRipon

Call

ডাটা হচ্ছে এমন কিছু যেটাকে প্রসেস করে কম্পিউটর তথা প্রোগ্রাম আপনাকে কিছু তথ্য বা ইনফরমেশন দিবে। ধরুন আপনি একটা প্রোগ্রাম তৈরি করলেন যেখানে আপনার উচ্চতা বলে দিলে প্রোগ্রাম আপনাকে বলে দিবে আপনি কি লম্বা নাকি খাটো। ব্যাপারটা এমন যে আপনি বললেন আপনার উচ্চতা ৫ফিট ১১ ইঞ্চি। আউট পুটে প্রোগ্রাম আপনাকে বলে দিবে আপনি লম্বা। আবার আপনি যদি বলেন আপনার উচ্চতা ৪ফিট ৯ ইঞ্চি আউট পুটে প্রোগ্রাম আপনাকে বলে দিবে আপনি খাটো। এখানে আপনি আপনার উচ্চতা নিয়ে যে উপাত্ত প্রোগ্রামকে দিলেন এটাই হলো ডাটা আর প্রোগ্রাম আপনাকে যে আউটপুট দিলো এটা হলো ইনফরমেশন বা তথ্য।

Talk Doctor Online in Bissoy App