২জি, ৩জি, ৪জি এগুলি মূলত কোনটা কেমন স্পিডে ডেটা আদান প্রদান করতে পারে সেটাকে বোঝানো হয়। স্পিড গুলিকে বাড়িয়ে নতুন নতুন আপডেট তৈরি করা হয়। আমাদের দেশে ৪জি সর্বশেষ আপডেট। অর্থাৎ এই ৪জি দিয়ে আমাদের দেশের সর্বোচ্চ মোবাইল ইন্টারনেট স্পিড টা পাবেন। বাংলাদেশে ৪জি স্পিড প্রতি সেকেন্ডে ৭ এমবি পর্যন্ত করা হয়েছে। এটা স্থান ভেদে। অর্থাৎ এটা দিয়ে খুব কম সময়েই অনেক দ্রুত ব্রাউজ করা যায় এবং ডাউনলোড করা যায়। এবার লক্ষ করুন, প্রতিটি এ্যান্ড্রয়েড ফোনই ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ করে। অর্থাৎ আপনার ফোনে ইন্সটল করা অন্য এ্যাপগুলিও ইন্টারনেটের মাধ্যমে একটিভ থাকে। যেমন আপনি ইউটিউবে আছেন অথচ আপনার ফোনের অন্য একটা এ্যাপের নটিফিকেশন হুট করে চলে আসলো। তাই যখন ফোনের অধিক এ্যাপ একটিভ থাকে ইন্টারনেটের মাধ্যমে আর সেটা উচ্চ গতিসম্পন্ন ৪জি ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়েই বেশি ডেটা আদান প্রদান করে ফেলে যা আপনার অজান্তেই। এজন্যই ২জি, ৩জি এর থেকে ৪জি তে বেশি ডেটা খরচ হয়।

Talk Doctor Online in Bissoy App