mhf312rand1

Call

আপনার এভাবে হজ্বে যাবার প্রয়োজন নেই। হজ্ব কাফেলা হয়তো কোন মিথ্যা মাহরাম বানিয়ে আপনাকে নিয়ে যাবে। এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে হজ্বে যাবার কোন যুক্তি নেই। সঙ্গী না থাকলে আল্লাহ আপনাকে দায়ী করবেন না। আপনি বরং আগে হজ্ব করেছে এমন কাউকে দিয়ে আপনার বদলী হজ্ব করিয়ে দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হয়ত ভাবছেন আপনার উপর হজ্জ ফরজ হয়েছে, কিন্তু না আপনার উপর হজ্জ এখনো ফরজ হয়নি কারণ মহিলাদের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য এটিও একটা শর্ত যে তার মহরম কেউ থাকা,এখনতো আপনার মহরম কেউ নেই,সুতরাং আপনার উপর হজ্জ ফরজ হয়নি৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ