Jamiar

Call

ইহার কারন ডিপ্রেশন যা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা করা,  সব সময় চিন্তামগ্ন থাকা, মাইগ্রেন  সমস্যার কারনেও মাথা ব্যথা করে থাকে। আসলে বেশির ভাগ সকল সুস্থ্য বা অসুস্থ্য ব্যক্তির   ক্ষেত্রে  একই যা দুশ্চিন্তা করলেই মাথা ব্যথা করে। কারো কম বা বেশি। এর জন্য ওনাকে দুশ্চিন্তা করতে বলবেন না সব সময় হাসি খুসি থাকতে বলবেন।  এবং চিকিৎসক এর পরামর্শে ওনাকে প্যারাসিটামল  খেতে বলবেন।  আর ওনার মাথার চুল সব সময় পরিস্কার রাখতে বলবেন। 

  1. ওনি  মাথায়  কি তেল ব্যবহার করে জানাবেন প্লিজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ