Call

জিমেইল (ইংরেজিGmail) একটি বিনামূল্যে ওয়েবমেইল, যার সার্ভিস দেয় গুগলজিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। ইউ.কে. এবং জার্মানিতে এটি গুগলমেইল নামেই পরিচিত। মূলত জিমেইলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ১লা এপ্রিল ২০০৪ এ বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় ৭ই ফেব্রুয়ারি ২০০৭ এ ।পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়।


এই কিছু কাজ লিংকে প্রবেশ করলে দেখতে পাবেন৷ ধন্যবাদ

https://10minuteschool.com/blog/10-tips-for-gmail-users/

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call
  • Googel Account হলো Google Search Engine Account সক্ষেপে Gmail কে Google user account বলা হয়। যেমনঃ Outlook ও hotmail account কে Microsoft account বলা হয়, Apple user account কে Apple ID বলা হয়। আসলে Google Account এর কোন সুবিধা নেই৷ তবে ভালো অনেক কিছু বৈশিষ্ট্য আছে। আমি Google Account এর importance বলছি —
  1. বিভিন্ন ওয়েবসাইটের ও app আপনি account open করতে আপনি Gmail use করতে পারেন। যেমনঃ wikihow, Quora, Galaxy Store এগুলো।
  2. Google Play Store, Chrome, Play Music, Play Photo, Google Map, Google LLC, Message এগুলো ব্যবহারের জন্যে আপনাকে Google account প্রয়োজন।
  3. সহজে কাউকেই email send করতে পারবেন।
  4. Search Activity, Data in search এরকম অনেক features রয়েছে।
Talk Doctor Online in Bissoy App