শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বুধবার (৯ অক্টোবর) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত একটি সামরিক অভিযান চালু করেছে তুরস্ক। অভিযানে তুর্কি বাহিনীর মূল লক্ষ্য, ওই অঞ্চল কুর্দি নেতৃত্বাধীন মিলিশিয়ামুক্ত করা। এ ছাড়া তুরস্কে অবস্থানরত ৩৬ লাখ শরণার্থীর জন্য বাসস্থান নির্মাণ করা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানান, অঞ্চলটিকে একটি সন্ত্রাসী করিডোর হওয়া থেকে রক্ষা করতে কুর্দিদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছেন তিনি। তার এই অভিযান বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে চলে এসেছে। ইইউ, ন্যাটো, আরব লিগ, যুক্তরাষ্ট্র, সিরিয়াসহ বিশ্বজুড়ে নেতারা এই অভিযানের সমালোচনা করছেন।


তুরস্ক সরকার ও কুর্দিদের মধ্যকার বিবাদ বেশ পুরনো। এর শেকড় ছড়িয়ে আছে আঞ্চলিক ক্ষমতা বলয়ের এক জটিল জালে। যেই জালে জড়িয়ে রয়েছে আঞ্চলিক ও বিশ্বশক্তিদের অনেকের স্বার্থ। পুরো পরিস্থিতিটি আরো জটিল আকার ধারণ করেছে এ জন্য যে, তুরস্ক ও কুর্দি নেতৃত্বাধীন মিলিশিয়া উভয়পক্ষই যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অন্য একটি দেশে কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক কেন এই অভিযান চালাচ্ছে এবং এর গুরুত্ব কী? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুরস্ক ও কুর্দিদের অতীত সম্পর্ক ঘেঁটে দেখতে হবে।

আরো দেখুন: https://www.dailynayadiganta.com/turkey/447489/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8


এবং https://www.bbc.com/bengali/news-50027981
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ