আমি মোটামুটি উজ্জ্বল শ্যামলা।
শেয়ার করুন বন্ধুর সাথে
Sujoyroy

Call

ছেলেদের বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়, রোদ ধূলাবালি কারণে ত্বকের উজ্জলতা হারানোর ভয় থাকে ছেলেদের সবচেয়ে বেশী। তাই ছেলেদের উচিত সপ্তাহে ১ দিন অন্তত কিছুটা সময় নিজেকে দিকে রেখে রুপচর্যা করা। ত্বকের উজ্জলতা বাড়ানোর উপায় : ১. মধু, জলপাই তেল, চন্দন বাটা ও এক চিমটে হলুদের মিশ্রণে মুখে লাগালে উজ্জল হয়ে ওঠবে। ২. ত্বকের রঙ সুন্দর করতে হলুদ বাটা ও চন্দনের গুড়া মিশিয়ে মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন ৩০ মিনিট পর। ৩. কাঁচা হলুদ বাটা, ময়দা ও দুধের সর এক সঙ্গে মিশিয়ে ভালো করে মুখে মাখুন। এর পর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ৪. প্রয়োজনে যতটা সম্ভব পানি পান করুন। ত্বক যেনো শুষ্ক না হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ