কিছু লোক বলে যাবে,তারা বলে আয়াত ও হাদীসে অপবিত্র ব্যক্তির কথা বলা হয়েছে  যার ওযু নেই সে তো অপবিত্র নয় ? এদের কে কিভাবে বুঝাব ওযু ব্যতীত ধরা যাবেনা প্লিজ রেফারেন্স সহ জানাবেন জাযাকাল্লাহ 
শেয়ার করুন বন্ধুর সাথে

আয়াতে যে অপবিত্রতার কথা বলা হয়েছে তা দ্বারা ছোট অপবিত্রতা (অযুহীনতা) ও বড় অপবিত্রতা (যা সহবাসের,হায়েয ও নেফাসের কারণে হয়ে থাকে) উভয়টিই উদ্দেশ্য। তাই অযু ছাড়া কুরআন ধরা যাবেনা। দেখুন :  তাফসীরে জালালাইন, ৬ নং খন্ড, পৃষ্ঠা ৩৭০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mobayes

Call

পবিত্র তাকলেও আপনাি অযু ছাড়া কুরআন দরতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ