মাজহাবের কোন প্রয়োজন এবং অস্তিত্ত ইসলামে নেই এমনকি তা যেসকল ইমামের নামে তৈরি করা হয়েছে তারাও এই সম্পর্কে কিছুই জানেন না বরং তাদের মৃত্যুর বহু বছর পর তাদের ভক্তদের দ্বারা এই মাজহাবের সৃষ্টি। আমাদের উচিত সকল ইমামদের সম্মান করা(ইমাম হানাফি,সাফী,হাম্বলি,মালেকী) অনারা মানুষ অনাদেরও ভুল হওয়া সম্ভব তাই আমাদের উচিত অনাদের সকল কথা যা কুরআন ও সহিহ হাদিসের অনুগামি তা গ্রহন করা এবং যা বিরোধী তা বর্জন করা।আমাদের কখনই অন্ধ অনুসরন করা উচিত হবে না।এবং আল্লাহ তা'আলা আমাদের দলে দলে বিভক্ত হতে নিষেধ করেছেন তাই আমাদের কখনই দলে দলে বিভক্ত হওয়া ঠিক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ